PORIBD.Com
Welcome To My Blog
Thursday, June 12, 2025
Tuesday, June 10, 2025
পবিত্র লিরিক
"সন্ধ্যার আনোখা বাতাস বয়ে
নিয়ে আসে আজানের পবিত্র লিরিক
নদী ছুঁয়ে, মেঘ ছুঁয়ে, রাজধানীর পতাকা ছুঁয়ে
ছুঁয়ে আসে ইতিহাস, ধূসর তারিখ।
Monday, April 14, 2025
Friday, October 04, 2024
আবেগী ভাষা
ভালবাসা বলতে আমি সত্যতাকেই বুঝি ।যে সত্য ভালবাসাকে আঘাত করে তাকে নিয়ে একটু ভাবনা কিংবা উদ্বেলিত হবার এতটুকু প্রয়োজন নেই সত্যি ।তবুও যারা সত্যিকারের ভালবাসে তাদের বোধ হয় বারবার সেই ছলনার কাছে হারতেই হয়।।
Tuesday, August 06, 2024
তরুণ তরুণীর হাতে থাকলে দেশ পথ হারাবে না বাংলাদেশ। "
সারাদেশে যে পরিমাণে লুটপাট হচ্ছে সেনাবাহিনী পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার এবং সরকার গঠন হওয়া আগ পর্যন্ত রাত জেগে মানুষের জানমাল এর দায়িত্ব এখন ছাত্ররাই নেওয়া দরকার।
যে পরিমাণে অপরাধ আর লুটপাট আতংকে মানুষ আছে বলার মত না অসংখ্য মানুষ আমাকে সেনাবাহিনীর ভিন্ন অফিসারের নম্বর চেয়ে মেসেজ করেছেন।
কিন্তু এতো গুলো উপজেলা রয়েছে সব জায়গা সেনাবাহিনী সাথে সাথে কভার করাও সম্ভব না।
যারাই লুটপাট করতে আসবে এদের শক্ত হাতে প্রতিহত করুণ।
" তরুণ তরুণীর হাতে থাকলে দেশ পথ হারাবে না বাংলাদেশ। "
All reaction
Tuesday, June 25, 2024
Tuesday, November 28, 2023
Monday, July 31, 2023
Monday, February 13, 2023
Subscribe to:
Posts (Atom)