Tuesday, June 10, 2025

বানী ৩

 


পবিত্র লিরিক

 "সন্ধ্যার আনোখা বাতাস বয়ে

নিয়ে আসে আজানের পবিত্র লিরিক

নদী ছুঁয়ে, মেঘ ছুঁয়ে, রাজধানীর পতাকা ছুঁয়ে

ছুঁয়ে আসে ইতিহাস, ধূসর তারিখ।

Friday, October 04, 2024

আবেগী ভাষা

 ভালবাসা বলতে আমি সত্যতাকেই বুঝি ।যে সত্য ভালবাসাকে আঘাত করে তাকে নিয়ে একটু ভাবনা কিংবা উদ্বেলিত হবার এতটুকু প্রয়োজন নেই সত্যি ।তবুও যারা সত্যিকারের ভালবাসে তাদের বোধ হয় বারবার সেই ছলনার কাছে হারতেই হয়।।

Tuesday, August 06, 2024

তরুণ তরুণীর হাতে থাকলে দেশ পথ হারাবে না বাংলাদেশ। "

 সারাদেশে যে পরিমাণে লুটপাট হচ্ছে সেনাবাহিনী পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার এবং সরকার গঠন হওয়া আগ পর্যন্ত রাত জেগে মানুষের জানমাল এর দায়িত্ব এখন ছাত্ররাই নেওয়া দরকার।

যে পরিমাণে অপরাধ আর লুটপাট আতংকে মানুষ আছে বলার মত না অসংখ্য মানুষ আমাকে সেনাবাহিনীর ভিন্ন অফিসারের নম্বর চেয়ে মেসেজ করেছেন।
কিন্তু এতো গুলো উপজেলা রয়েছে সব জায়গা সেনাবাহিনী সাথে সাথে কভার করাও সম্ভব না।
তাই এই পরিস্থিতি মুকাবলা করার জন্য সাধারণ ছাত্র এবং প্রতি এলাকার লোকজন এর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।
যারাই লুটপাট করতে আসবে এদের শক্ত হাতে প্রতিহত করুণ।
" তরুণ তরুণীর হাতে থাকলে দেশ পথ হারাবে না বাংলাদেশ। "
All reaction

Tuesday, June 25, 2024

ঈদ মোবারক

 ঈদ মোবারক সবাই। সবাই কেমন আছেন?

Monday, February 13, 2023

শুভ ১ ফাল্গুন

 করলা কী যে তুক তুক তুক, বুক করে ধুকপুক

বাঁকা চোখের চাউনি তো নয়, তীর ছোড়া ধনুক